Looking For Anything Specific?

Header Ads

কিছু কথা কলিজা কাঁপানোর মত


সম্পর্ক আর গাছের পাতার মাঝে কোন পার্থক্য নেই আজ সতেজ আছে কাল শুকিয়ে যাবে পোরসু ঝরে যাবে,

সব সময় প্রস্তুতি নিয়ে রাখুন কারণ প্রকৃতি আর মানুষ কখন বদলে যাবে বুঝতেই পারবেন না,

কারণ কারো জন্য খারাপ চাইনি আমি যে যেরকম মানুষকে এভাবে আমাকে চিন্তা করেছে আপনার জীবনে যদি দুঃখ না আসে যদি কষ্ট না আসে যদি খারাপ সময় গুলো না আসে তাহলে কিভাবে বুঝবেন আপনি পাথর দিয়ে তৈরি নাকি দুর্বল কাজ দিয়ে তৈরি,

কষ্টের কথাগুলো এরকমই হয় কাউকে বলতে পারলে মনটা হালকা হয়ে যায় আর কাউকে বলতে না পারলে মনটা সবকিছু থেকেও বেশি ভারী হয়ে যায় ,

যেভাবে বয়ে চলে গেলে তেমনি ভাবে খুব কাছের মানুষটার কাছ থেকে ধোকা খেয়ে দূরে চলে গেলে সেই মানুষটাও আর ফিরে আসে না,,

যদিও বা ফিরে আসে সম্পর্কটা ঠিক আগের মত থাকে না হ্যাঁ ফিরে আসলেও সম্পর্কটা আর আগের মত থাকে না

ভালবেসে সারাজীবন কষ্ট খেতে না চাইলে তাকেই ভালোবাসো যার সাথে সম্পর্ক রক্ষা করাটাই কঠিন মনে হবে না,

যে মানুষ আপনাকে ছাড়া ভালো আছে তাকে আপনাকে ছাড়াই ভালো থাকতে দিন তাদের পেছনে ছুটে নিজের সম্মান নষ্ট করবেন না ,

জীবনের সবাইকে বিশ্বাস করুন তবুও মিথ্যাবাদী মানুষ গুলোকে বারবার বিশ্বাস করবেন না ,


Post a Comment

0 Comments