Looking For Anything Specific?

Header Ads

অদ্ভুত ১০ তাজা নিউজ মায়াজাল,

অদ্ভুত ১০ তাজা নিউজ মায়াজাল তাদের মতো ভিডিও বানাবেন কিভাবে

Download Non-Copyright video from Here

প্রতিনিয়ত নতুন নতুন ইউটিউবার আসছেন,তাদের মধ্যে অধিকাংশ মানুষ চান ফেইস না দেখিয়ে ভিডিও তৈরি করতে, বিশেষ করে যাদের ক্যামেরা নাই।ভালো মোবাইল নাই তাদের জন্য ফেইস দেখানো এমনিতেই সম্ভব হয় না।  আর ফেইস না দেখিয়ে ভিডিও আপলোড করার কথা আসলেই মায়াজাল, তাজা নিউজ, অদ্ভুত ১০ এর মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কথা মাথায় আসে।
আপনার জন্য কি কি প্রয়োজনঃহবে একটি কম্পিউটার এবং একটি ভিডিও এডিটিং সফটওয়্যার আর প্রয়োজন পড়বে কপিরাইট ফ্রি ভিডিও, ১। আর্টিকেল, ২। ব্লাক বেকগ্রাউন্ড, ৩ ।কেমটাসিয়া সফটোওয়ার,৪। ভালো একটি মাইক্রোফোন। যেমন পি এমসি ৭২,
আর সেই ভিডিওগুলো জোড়া তালি কাটা কাটি করে লাগিয়ে  ভয়েস ডাবিং করে বানিয়ে ফেলুন তাদের মতো ভিডিও, খুব সহজেই আপনি ।মায়াজাল ,অদ্ভুত 10, তাজা নিউজ,মতো
এই কটি জিনিস দিয়ে আপনি খুব সহজএই মায়াজাল: চ্যানেলের মতো ভিডিও বানাতে পারবেন।

কি কি প্রয়োজনঃ

১। আর্টিকেল
২। ব্লাক বেকগ্রাউন্ড
৩। কপিরাইট ফ্রি ভিডিও অথবা কপিরাইট ফ্রি ইমেজ। 
৪। কেমটাসিয়া সফটোওয়ার
৫। ভালো একটি মাইক্রোফোন। যেমন পি এমসি ৭২ 

মায়াজাল:এটি একটি নিউস ইউটিউব চ্যানেল যেই চ্যানেল টি বাংলাদেশে খুব দ্রুত্তার সাথে এগিয়ে যাচ্ছে। 
ইউটিউব চ্যানেল টি আপনি খুব সহজেই খুজে পাবেন গুগল ও ইউটিউবে এটি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই ইউটিউব চ্যানেলটী তাদের ভিডীও গুলো যেই ভাবে তৈরী করে তার বিবরন ভিডিওতে প্রাকটিক্যালি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে। 
এরা কথা থেকে আর্টিকেল পায় ইমেজ কোথা থেকে নেয়
 কপিরাইট ফ্রি ভিডীও ইত্যাদি।
আপনি যদি না জেনে থাকেন যে মায়াজাল:ইউটিউব চ্যানেলের ভিডীও আপনি কিভাবে বানাবেন তাহলে এই. ওয়েব সাইট.টি আপনার জন্য।  আপনিও পারবেন মায়াজালের মতো ভিডিও বানাতে

কোথা থেকে নেয় কোন সফটোওয়ার দারা ভিডিও ইডিটিং করে কিভাবে টেক্স এনিমেশন বানায় ইত্যাদি।

প্রথমেই যে কোন বাংলাদেশি নিউস পত্রিকার ওয়েব সাইট থেকে একটি ভালো আর্টিকেল নিন। অথবা সেটা অডিওতে রেকর্ড করুন। তারপর ফটোসপ সফটোওয়ার ওপেন করে ব্লাক একটি ব্যাকগ্রাউন্ড ম্যাক করুন। তারপর গুগল থেকে ঐ টপিক রিলেটেড যে কোন ইমেজ অথবা কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করুন। 

তারপর কেমটাসিয়া সফটোওয়ার ওপেন করুন ছবি বা কপিরাইট ফ্রি ভিডীওগুলো ইমপর্ট করুন। রেকর্ডীং করা অডিও ইমপর্ট করুন। সুন্দর করে স্লাইড সো আকারে সাজান। ব্লাক বেক গ্রাউন্ড টি ইমপোর্ট করুন। 

খুব সহজেই আপনি মায়াজাল: ইউটিউব চ্যানেলের মতন ভিডীও তৈরি করে ফেললেন। এখন ভিডিও টি ইউটিউবে আপলোড করুন। 


 লিংকটি কপি করে নিয়ে গুগলে সার্চ 
Fiee video website name
মোট ৬ টি ওয়েবসাইট
1: Pexels.com
2: Pixabay.com
3: Coverr.Co
4: videezy.com
5: videvo.net
6: lifeofvids.com

 Free video website name
Audio Editor: https://play.google.com/store/apps/de

 ●►Adobe Premiere Pro CC Download Link :
---------------- https://bit.ly/3e5eqde ----------------

 Filmora 8.7 Do।     - https://bit.ly/2WpQ7h7
 Camtasia studio 9 - http://bit.ly/2BwqOi
Camtesia studio 8.6 - http://bit.ly/2E8PujD
 Adobe Photoshop CS6 Download Link :
---------------- http://tiny.cc/8c6bvy ----------------

লিংকটি কপি করে নিয়ে গুগলে সার্চ 

Post a Comment

0 Comments